কলকাতা: ইডেন গার্ডেন্সে কি গ্লেন ম্যাক্সওয়েল ঝড় দেখা যাবে? গত কাল থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। ২৪ ঘণ্টা পরই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার অনুশীলন করেন ম্যাক্সি। মাঝে বেশ কিছুক্ষণ ফিজিওর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এরপরই হাসপাতালে ছোটেন। তখন থেকেই প্রশ্ন ম্যাক্সিকে নিয়ে। তাঁকে খেলানো নিয়ে দ্বিধায় ভুগছিল অজি শিবিরও। অধিনায়ক প্যাট কামিন্স সে বিষয়েই খোলসা করলেন। বিস্তারিত জেনে নিন TV9 BanglaSports-এর এই প্রতিবেদনে।
লিগ পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্র্যাম্প হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল। তা নিয়েও বিধ্বংসী একটা ইনিংস খেলেন। সেই ইনিংস সকলের কাছেই প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল ম্যাক্সিকে। তাঁর অনুপস্থিতিতে বিধ্বংসী ইনিংস খেলেন মিচেল মার্শ। ম্যাক্স-মার্শই অনুপ্রেরণা স্বীকার করে নিলেন কামিন্স। ম্যাক্সওয়েলকে নিয়ে যে দুশ্চিন্তার মেঘ ছিল, তা কেটেছে। এমনটাই জানালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বলছেন, ‘ম্যাক্সি ফিট। নিশ্চিত হতেই স্ক্যান করানো হয়েছিল। কাল একটু ব্যাথা হচ্ছিল। তাই ঝুঁকি নিতে চাইনি। সৌভাগ্যবশত সব ঠিক আছে।’
মঙ্গলবার সকাল থেকে ব্রিটিশ সংবাদমাধ্যমের একটি খবরে ছন্দ কেটেছে। ডেইলি মেইলের দাবি, ওয়াংখেড়েতে শেষ মুহূর্তে পিচ পরিবর্তন হয়েছে। যে পিচে খেলার কথা ছিল, খেলা হচ্ছে অন্য পিচে। এমনকি আইসিসিকে প্রভাবিত করছে ভারতীয় বোর্ড, এমনটাও দাবি। তাদের দাবিকে নস্যাৎ করলেন অজি অধিনায়ক। কামিন্স বলেন, ‘আমিও দেখেছি রিপোর্টটা। প্রত্যেকেই জানে, একজন নিরপেক্ষ কিউরেটর থাকে আইসিসির তরফে। আমি নিশ্চিত, আইসিসি দু-দলের কথা ভেবেই পিচ বেছে নেয়। আমরা এখনও অবধি এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হইনি।’
এ বারের বিশ্বকাপে হতাশার পারফরম্যান্স ইংল্যান্ডের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ বার লিগে মাত্র তিন ম্যাচ জিতেছে। কোনওরকমে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করেছে তারা। অনেকেই মনে করছেন, সেই হতাশা থেকেই এই ধরনের খবর ব্রিটিশ সংমাধ্যমের।